গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৮৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩৬৭ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৪০৯ জন। ৩৬৭ জনের মধ্যে রাজধানীতেই ২৬২ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩০ হাজার ৯০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ১৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৪৪ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৭০ হাজার ৬৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬টি নমুনা সংগ্রহ এবং ৩ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।












