আবারও দু’টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ খবর দিয়ে বলেছে, উত্তরের এমন আচরণ কোরিয়া উপদ্বীপে উত্তেজনা আরও বৃদ্ধি করবে। শুক্রবার উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় কাংওন প্রদেশ থেকে স্থানীয় সময় ১২ টা এবং ১২:১৮ মিনিটে ওই মিসাইল দুটি নিক্ষেপ করা হয়।
সিএনএন জানিয়েছে, মিসাইল দু’টি প্রায় ২৩০ কিলোমিটার দূরে গিয়ে টার্গেটে আঘাত হানে। এর সর্বোচ্চ উচ্চতা ছিল ২৪ কিলোমিটার। দক্ষিণ কোরিয়ার তরফ থেকে এ পরীক্ষার নিন্দা জানিয়ে বলা হয়েছে, উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এর ফলে কোরিয়া উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হবে।
মার্কিন সামরিক বাহিনীও জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার বিষয়টি সম্পর্কে অবগত আছে। তবে এই মিসাইল যুক্তরাষ্ট্রের কোনো সামরিক অবস্থানকে হুমকিতে ফেলেনি। শুক্রবারের এই পরীক্ষা এ বছর উত্তর কোরিয়ার ২৮তম মিসাইল পরীক্ষা। গত সেপ্টেম্বর মাসে সবথেকে বেশি মিসাইল ছুড়েছে দেশটি। অক্টোবরেও সেই ধারা অব্যাহত আছে।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র মাত্র ১২ দিনের স্থল-নৌ যৌথ সামরিক মহড়া শেষ করেছে।












