আবারও দু’টি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে মোট ছয়টি মিসাইল ছুড়লো দেশটি। পিয়ংইয়ং জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার জবাবেই নতুন করে মিসাইল ছুড়েছে তারা। এ খবর দিয়েছে বিবিসি।
এর আগে গত মঙ্গলবারও জাপানের উপর দিয়ে মিসাইল পরীক্ষা করে দেশটি। ২০১৭ সালের পর এই প্রথম এমন উস্কানিমূলক আচরণ করলো উত্তর কোরিয়া। এরফলে জাপানজুড়ে সতর্কতা জারি করতে হয় সরকারকে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকও ডাকে যুক্তরাষ্ট্র। দেশটি ওই বৈঠকে অভিযোগ করে, রাশিয়া ও চীনের কারণেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী নিষেধাজ্ঞা কার্যকর করা যাচ্ছে না। তারাই উত্তর কোরিয়াকে রক্ষা করে আসছে। তবে রাশিয়া ও চীনের প্রতিনিধিরা নিষেধাজ্ঞা আরোপ না করে, আলোচনার মাধ্যমে সমাধানের উপরে জোর দেন।
গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান একের পর এক সামরিক মহড়া করে যাচ্ছে।












