শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অটোরিকশা চালক রফিক হত্যার সাথে জড়িত ২ জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে জামালপুরের র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানান র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান। নিহত রফিকের বাড়ি ঝিনাইগাতীর দুধনই গ্রামে। গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইগাতীর সারিকালিনগর এলাকার মোস্তাফা ও দুধনইয়ের নুর ইসলাম।
কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান জানান, গত ১২ সেপ্টেম্বর রফিক মিয়া তার অটোরিকশা নিয়ে বের হন। কিন্তু তারপর তিনি আর বাড়ি ফিরেননি। গত ১৪ সেপ্টেম্বর নালিতাবাড়ী উপজেলার গারোপাহাড়ের সমশ্চুড়া থেকে রফিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় একটা হত্যা মামলা দায়ের করা হয়।
এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করে র্যাব। গত ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহের ভালুকার একটা সিড স্টোর থেকে সন্দেহভাজন মোস্তফাকে আটক করে র্যাব। পরে তার দেয়া তথ্য অনুযাযী নুর ইসলামকে আটক করা হয়।
এই র্যাব কর্মকর্তা আরো জানান, জিজ্ঞাসাবাদে দুজনই রফিক হত্যার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই রফিককে হত্যা করা হয়। ছিনতাই হওয়া অটোরিকশাটি শেরপুর জেলা সদরের বাজিতখিলার জনৈক করিমের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র্যাব- ১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান












