শেরপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান জেলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
নবাগত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টারের মিডিং উইংয়ে তার দায়িত্ব পালনের কথা স্মরণ করে জেলার গণমাধ্যমকর্মীদের ভাই বলে সম্বোধন করেন। তিনি শেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে নিজের ৭টি কর্মপরিকল্পনার কথা জানান উপস্থিত গণমাধ্যমকর্মীদের। তিনি তার কর্মপরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) এবি সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ হান্নান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদলসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
গণমাধ্যমের পক্ষ থেকে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক কাকন রেজা, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আঁধার প্রমুখ বক্তব্য রাখেন।