পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার আসাদ রউফ আর নেই। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে রউফের বয়স হয়েছিল ৬৬ বছর।
১৯৯৮ সালে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন আসাদ রউফ। ২০০০ সালে শ্রীলঙ্কার-পাকিস্তানের ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ে অভিষেক হয় তার।
২০০৪ সালে আন্তর্জাতিক প্যানেলে জায়গা পান রউফ। ২০০৫ সালে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় তার। সে ম্যাচে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় টাইগাররা।
একই বছর অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন আসাদ রউফ। আর ২০০৬ সালে সুযোগ পান এলিট প্যানেলে।
সবমিলিয়ে ৬৪ টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন আসাদ রউফ। ৪৯ টেস্টে ছিলেন অন-ফিল্ড আম্পায়ার। আর টিভি আম্পায়ার ছিলেন ১৫ টেস্টে। ১৩৯টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচও পরিচালনা করেছেন রউফ।
২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়ায় তার নাম।