সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

টেকনাফে নৌকা থেকে সাড়ে ১১ কোটি টাকার মাদক উদ্ধার

Date:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফে অভিযান চালিয়ে ২.১৪১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন অভিযানটি পরিচালনা করে এসব মাদক উদ্ধার করেছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার  বলেন, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-০৪ থেকে আনুমানিক ১৫০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জালিয়াপাড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশের জন্য একটি পরিত্যক্ত কাঠের নৌকায় লুকায়িত রয়েছে। ওই সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর থেকে উপ-অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ওই এলাকায় গিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। আনুমানিক ৩টার দিকে বিজিবি টহলদল কর্তৃক ব্যাপক তল্লাশির পর জালিয়াপাড়ার নাফ নদীর কিনারায়  একটি পুরাতন পরিত্যক্ত কাঠের নৌকার পাটাতনের নিচে বিশেষ পদ্ধতিতে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগের ভিতর থেকে ২.১৪১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ৩০ হাজার পিস ইয়াবা (মালিকবিহীন অবস্থায়) পাওয়া যায়। পরে ওই এলাকায় মাদক পাচারকারীদেরকে আটকের জন্য টহল পরিচালনা করা হলেও কোন পাচারকারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। ওই স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি। তাই চোরাকারবারিদের শনাক্ত করাও সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিদেরকে শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান টেকনাফ  অধিনায়ক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...