শেরপুরের
ঐতিহ্যবাহী গারো পাহাড়ে মনমুগ্ধকর ঝিনাইগাতী উপজেলার গজনী
অবকাশ পর্যটন কেন্দ্র আজ শুক্রবার সকালে ঘুরে গেলেন বিমান ও পর্যটন
সচিব মোকাম্মেল হোসেন,টুরিস্ট বোর্ডের উপসচিব জাবেদ
আহাম্মেদ ও পর্যটন চেয়ারম্যান আলী কদর । গজনী অবকাশে পৌছার
সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগত অতিথিদেরকে ফুলেল
শুভেচ্ছা জানানো হয় । পরে অবকাশে মনমুগ্ধকর শেরপুর জেলা প্রশাসনের
স্থাপনকৃত সৌন্দর্য মন্ডিত দৃশ্যগুলো ঘুরে দেখেন অতিথিরা । এ সময়
ঝুলন্ত ব্রিজ, টাওয়ার, পর্যটক সেবা কেন্দ্র, গারো মা ভিলেজ,
চিড়িয়াখানা, মুক্তিযোদ্ধা জাদুঘর সহ দাঁড়িয়ে ভারতের মেঘালয়
রাজ্যের পাহাড়ে দৃশ্য দেখে এক সংক্ষিপ্তভাবে সাংবাদিকদের গজনীর
অত্যান্ত প্রসংশা করে ব্রিফ করেন এই সরকারী কর্মকর্তা । পর্যটকদের
সূবিধার্থে রাংটিয়া মোড়ে পর্যটক হোটেল নির্মাণের বরাদ্ধকৃত
জমি পরিদর্শন করেন । অতিথিরা গজনী অবকাশকে আরো
আধুনিকায়নের ছোয়ায় উন্নয়নের কাজ হাতে নেওয়ার জন্যে জেলা
প্রশাসনকে নির্দেশ প্রদান করেন । এ সময় শেরপুর জেলা প্রশাসন
কর্তৃক বিভিন্ন উন্নয়নের কাজ গ্রহণ করার পরিকল্পনার কথা অবহিত
করেন । অবকাশ পর্যটন কেন্দ্র ঘুরে দেখার সময় উপস্থিত ছিলেন, শেরপুর
জেলা প্রশাসক সাহেলা আক্তার,অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল
আহাম্মেদ, উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, উপজেলা
নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
আসিফ, ওসি মনিরুল আলম ভূইয়া সহ জেলা উপজেলায় কর্মরত প্রিন্ট ও
ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন ।
ঝিনাইগাতী গজনী অবকাশ পর্যটন কেন্দ্র ঘুরে গেলেন বিমান ও পর্যটন সচিব
Date: