শেরপুর জেলার
ঝিনাইগাতী উপজেলা বিএনপির অয়োজনে আজ সকালে দলের ৪৪তম প্রতিষ্ঠা
বার্ষিকী পালিত হয়েছে । শিমুলতলী বিএনপির অস্থায়ী কার্যালয়ে দিনটি উপলক্ষে
আলোচনা সভা, র্যালি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপজেলা
বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে
যোগদান করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর তিন আসনের সাবেক
সংসদ সদস্য মাহমূদুল হক রুবেল । বিএনপি নেতা আব্দুল মান্নানের সঞ্চালনায়
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুঘ¥ সাধারণ সম্পাদক রেজাউর রহমান,
শাহাজাহান আকন্দ, আমিনুল ইসলাম বাদশা, আব্দুল মান্নান হিরা, সামিউল
ইসলাম সাদা , শামীম আহাম্মেদ সহ কৃষকদল,যুবদল,ছাত্রদল,তাতীঁদল ও শ্রমিক দলের
নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন । প্রধান অতিথি দলের উজ্বল
ভাবমূর্তি তুলে ধরে বর্তমান সরকারকে পতনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরে
সকল নেতাকমীকে জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এক্যবদ্ধ থাকার আহবান
রাখেন ।
ঝিনাইগাতীতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Date:












