চীনে একটি বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। বাসটি কোভিড-১৯ রোগীদের পরিবহণের কাজে নিয়োজিত ছিল। কোয়ারেন্টিনে থাকা ৪৭ যাত্রীকে নিয়ে এটি চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশের একটি সড়কে উলটে যায়। ঘটনায় বাসে থাকা বাকি ২০ জন আহত হয়েছেন। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়, এটিই এ বছর চীনের সবথেকে বড় সড়ক দুর্ঘটনা। খবরে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। আহত ২০ জনকে জরুরিভিত্তিতে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা ঘটেছে প্রত্যন্ত এলাকায়। যেখানে সংল্যাঘুদের বসবাস বেশি। গুইঝো প্রদেশে কোভিডে এখন পর্যন্ত মাত্র দুই জনের মৃত্যু হয়েছে।