গাজীপুরের কালিয়াকৈর থেকে র্যাব-১ সদস্যরা ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে দুই মাদক কারবারিকে আটক এবং একটি ট্রাক জব্দ করেছে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক দাম ২৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব ।
র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারে চাপাইনবাবগঞ্জ জেলা হতে পিঁয়াজ বোঝাই একটি ট্রাকে মাদকের বড় চালান নিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈরের চন্দ্রার দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ক্যাম্পের আভিযানিক দল কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এর নেতৃত্বে কালিয়াকৈর বাইপাস এলাকায় টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চেকপোস্ট করলে ওই পিয়াজ বোঝাই ট্রাকটি শনাক্ত করে তার গতিরোধ করে। ট্রাকে থাকা রাজশাহীর গোদাগাড়ী থানার বারুইপাড়া গ্রামের শহিদুল ইসলাম (২৫) ও একই থানার রামনগর গ্রামের আবু সাঈদ মোহাম্মদ রায়হান @
জনি (১৯)কে আটক করা হয় এবং তাদের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা দামের ২৫০ গ্রাম হেরোইন, একটি ট্রাক ও দুটি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৫০টাকা উদ্ধার করা হয়।