সেলিব্রিটি বন্ধুদের সাথে নাচ,গান,উদ্দাম পার্টি করতে গিয়ে বিপদে পড়লেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। প্রসঙ্গত ৩৬ বছরের মারিন এর আগেও তাঁর উদ্দাম জীবনধারার জন্য সমালোচিত হয়েছিলেন। মেরিন, বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধানদের একজন। ভাইরাল ক্লিপগুলিতে তাঁকে ড্রাগ ব্যবহার করতেও দেখা গেছে। যদিও তিনি সেকথা অস্বীকার করেছেন। তিনি বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে বলেছেন, “আমি নিজে অ্যালকোহল ছাড়া অন্য কিছু ব্যবহার করিনি। আমি নাচ করেছি, গেয়েছি এবং পার্টি করেছি যা পুরোপুরি আইনি। ”মারিনের সেই পার্টিতে ফিনিশ সঙ্গীতশিল্পী, টিভি ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদদেরও নাচ – গান করতে দেখা গেছে। সাদা প্যান্ট সঙ্গে একটি কালো ট্যাঙ্ক টপ পরিহিত ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে বেশ গ্ল্যামারাস লাগছিলো।
সেলিব্রিটি বন্ধুদের সঙ্গে উদ্দাম পার্টিতে মাতলেন প্রধানমন্ত্রী
Date: