ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ফরোয়ার্ড সন হিউং-মিন। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা টটেনহ্যাম হটস্পারের এই তারকা। দক্ষিণ কোরিয়ার সামরিক প্রশিক্ষণপ্রাপ্তও সন। মানুষ হিসেবেও মন্দ নন। এমন পাত্রের পাত্রের হাতেই নিজের মেয়েকে তুলে দিতে চান টটেনহ্যাম কোচ অ্যান্তোনিও কন্তে।
২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লীগে মোহাম্মদ সালাহর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন সন। দু’জনের গোলই ২৩টি। তবে নতুন মৌসুমে ৪ ম্যাচ খেলেও জালের দেখা পাননি কোরিয়ান ফরোয়ার্ড। সবশেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন সন। ৭৬ মিনিট খেলে বলে পা ছোঁয়াতে পারেন মাত্র ২৬ বার। যা দুই দলের খেলোয়াড়দের মধ্যে সর্বনিম্ন।
সনের মতো জামাই চান টটেনহ্যাম কোচ
Date: