শেরপুরে নকলায় ২ শিশুকে ধর্ষণ মামলা শামীম মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এই রায় দেন। রায়ে শামীম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। সাজাপ্রাপ্ত শামীম নকলা উপজেলা ভুরদী নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
রায়ের ব্যাপারে ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম কিবরিয়া ভুলু জানান, ২০১৯ সালের ৯ মে বিকেলে নকলা ভুরদির কৃষক পরিবারের দুই শিশুকন্যা যারা সম্পর্কে জ্ঞাতি বোন তাদের বিস্কুটের লোভ দেখিয়ে শামীম মিয়া ধর্ষণ করে। তারা অসুস্থ হয়ে পড়লে ঘটনার জানাজানি হয়। এ ব্যাপারে পরিবারের তরফ থেকে নকলা থানায় আলোচ্য ধর্ষণ মামলাটি দায়ের করা হয়। এই মামলাতেই শামীম মিয়াকে উপরোক্ত সাজা দেন বিজ্ঞ বিচারক।
এই মামলায় নির্যাতিতাসহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।