ফেনী জেলা যুবদলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে অস্ত্র দিয়ে ফাঁসানোর বিষয়ে আদালতে অভিযোগ দেয়ার পর থেকে অব্যাহত হুমকি-ধামকিতে রয়েছেন বলে জানিয়েছেন জসিমের স্ত্রী লুৎফুন নাহার পারভিন। শুক্রবার রাতে শহরের রামপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন লুৎফুন নাহার।
লিখিত বক্তব্যে লুৎফুন নাহার বলেন, ‘গত ২১শে জুলাই রাতে রাজধানীর কাকরাইল মোড়ের নাভানা টাওয়ার থেকে তার স্বামী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আমি তথ্য পেয়ে ফেনী মডেল থানায় যোগাযোগ করলে পুলিশ আমাকে জানায়- জসিমকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ তাকে গ্রেপ্তার করার পর তা স্বীকার না করায় আমরা উদ্বিগ্ন ছিলাম। কিন্তু ওই সময়ে আমি জানতে পারি আমার স্বামী জসিমকে গ্রেপ্তারের পর চোখ বেঁধে পুলিশ বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এসময় পুলিশ তার কাছে ৫০ লাখ টাকা চাঁদাও দাবি করেন। না হয় জসিমকে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করা হবে বলেও পুলিশ হুমকি দেয়। তবে গ্রেপ্তারের বিষয়টি আমার স্বজনরা জেনে যাওয়ায় জসিমকে গুম ও হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে ওই রাতে (২২ জুলাই রাত ১টা দিকে) তাকে ফেনীর বাসায় এনে পুলিশ অস্ত্র দিয়ে তা আবার উদ্ধারের নামে নাটক সাজায়। ওই সময়ে আমাদের বাসায় থাকা সকল সদস্যের মোবাইল ফোন ও ক্যামেরা কেড়ে নেয় পুলিশ। পুলিশের কাছে অনুরোধ করার পরও আমাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরাগুলো আজও ফেরত দেয়নি।’
লুৎফুন নাহার বলেন, ‘আমাদের বাসা থেকে জসিমের অস্ত্র উদ্ধারের সাজানো নাটকের ঘটনায় আমি ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ফেনী সদর আমলী আদালত-১) মুহাম্মদ আশেকুর রহমানের আদালতে গত ১০ই আগস্ট মামলা দায়ের করি।