যুক্তরাষ্ট্রে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এই পৃথক দুই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে ও টেক্সাসে এই পৃথক দুই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ডেট্রয়েটে গুলিবিদ্ধ হয়ে তিনজন প্রাণ হারিয়েছেন। অপরদিকে টেক্সাসে বাড়ি-ঘরে আগুন
ধরিয়ে দেয়ার পর পলায়নরত মানুষের ওপর গুলি চালানোর ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন।
ডয়চে ভেলে জানিয়েছে, ডেট্রয়েটের হামলাকারীকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। সেখানকার পুলিশ প্রধান জেমস হোয়াইট মিডিয়াকে বলেছেন, ভোরবেলায় গুলিবিদ্ধ তিনটি মৃতদেহ পাওয়া গেছে। মোট চারজনকে গুলি করেছিল আততায়ী। তার মধ্যে তিনজন মারা গেছেন। চতুর্থজন বন্দুকধারীকে দেখতে পেয়েছিলেন। সে গাড়ির জানালার কাচ নামিয়ে গুলি চালাচ্ছিল।