গতবছর ডিসেম্বর মাসে বড়দিনের উৎসবের মাঝেই আচমকা রানী এলিজাবেথের উইন্ডসর ক্যাসেলে ঢুকে পড়ে মুখোশ পরা এক ব্যক্তি। তবে তাঁর উদ্দেশ্য সফল হয়নি। রানীকে খুনের ছক কষলেও পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। বুধবার তাকে আদালতে তোলা হলে সে নিজের পরিকল্পনার কথা স্বীকার করে। বলে, “আমি রানীকে হত্যা করতেই গিয়েছিলাম।” অভিযুক্তের নাম যশবন্ত সিং চাহেল। ব্রিটেনে রাষ্ট্রদ্রোহের অভিযোগের সম্মুখীন হওয়া বছর কুড়ির যশবন্ত লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতকে জানিয়েছে হামলার ষড়যন্ত্র এবং রাজপ্রাসাদে প্রবেশের চেষ্টা করার জন্য সে মাসের পর মাস লন্ডনে কাটিয়েছে। গতবছর পরিকল্পনা মাফিক ক্রিস্টমাসের সময় রাজপ্রাসাদে অতর্কিতে প্রবেশও করে ফেলেছিল। হাতে ক্রস আর মুখে মাস্ক পরে একটি ভিডিও শ্যুট করেছিল যশবন্ত। যেখানে তাকে বলতে শোনা যায়, “আমি দুঃখিত। যা করতে চলেছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।
মাসের পর মাস ধরে পরিকল্পনা করে রানীকে খুনের ছক, স্বীকার করলো অভিযুক্ত
Date:












