গত ১৬ই আগস্ট জাতীয় পার্টির সদ্যপ্রয়াত ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আকতারকে পিস্তল দিয়ে গুলি করে হত্যার পর পালিয়ে যাওয়া ঘাতক ছেলে মাইনুল ইসলাম(২৯)কে গ্রেপ্তার করেছে র্যাব। গত ১৭ আগস্ট র্যাব-৭ এর একটি দল চট্টগ্রাম জেলার নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব জানিয়েছে, নিহত ভিকটিম জেসমিন পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী। গত ১৩ই জুলাই শামসুল আলম মাস্টার বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। তার দুই ছেলে এবং এক মেয়ে। মৃত্যুকালে তিনি বিপুল পরিমাণ সম্পত্তি রেখে যান। শামসুল আলমের ছোট ছেলে এবং মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী। গত ঈদ-উল ফিতরের সময় তারা দেশে আসেন। শামসুল আলমের মৃত্যুর পর তার দুই ছেলে ও মেয়ে সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। শামসুল আলমের বড় ছেলে মাঈনুলের উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য পরিবারের সঙ্গে তার দূরত্ব ছিল।
নিহত জেসমিনের অস্ট্রেলিয়ায় বসবাসরত তার মেয়ের কাছে যাওয়ার কথা ছিল।