টি-টোয়েন্টিতে অন্যতম সফল ওপেনিং জুটি হিসেবে গড়ে উঠেছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান। এরপর রয়েছেন ফখর জামান। দলের সেরা তিন ব্যাটার, বিশেষ করে বাবর-রিজওয়ানের ওপর অতি মাত্রায় নির্ভরশীল পাকিস্তান। দেখা যায়, কোনো ম্যাচে তারা ব্যর্থ হলে দলের স্কোরও বড় হয় না। রোববার ভারতের বিপক্ষে তৃতীয় ওভারেই বিদায় নেন বাবর। সুবিধা করতে পারেননি ফখরও। এতে চাপে পড়ে যায় পাকিস্তান। এক বল বাকি থাকতে অলআউট হয় ১৪৭ রানে। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৫ উইকেটের হারের পর বাবর স্বীকার করেছেন, ১৫-২০ রান বেশি হলে ভালো হতো।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে পাকিস্তানের ৬৭.৫ শতাংশ রানই বাবর-রিজওয়ান ও ফখরের। ভারতের টপ অর্ডারও তাদের চেয়ে পিছিয়ে (৫৮.৪%)।