নিউ মেক্সিকো সিটির সবচেয়ে বড় শহর আলবুকুরকু’তে চারজন মুসলিমকে হত্যার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার টুইটারে তিনি বলেছেন, আলবুকুরকুতে চারজন মুসলিমকে নৃশংসভাবে হত্যায় আমি ক্ষুব্ধ এবং শোকার্ত। পূর্ণাঙ্গ তদন্তের জন্য অপেক্ষা করছি। ভিকটিমদের পরিবারের প্রতি আমাদের প্রার্থনা। মুসলিম সম্প্রদায়ের পাশে আমার প্রশাসন দৃঢ়ভাবে অবস্থান করছে। এই ঘৃণাজনিত হামলার কোনো স্থান নেই যুক্তরাষ্ট্রে।
নিউ মেক্সিকোর এই শহরের পুলিশ শনিবার বলেছে, তারা এসব মুসলিমকে হত্যার তদন্ত করছে। তারা মনে করছে গত বছর চতুর্থ একটি আত্মহত্যার ঘটনা ঘটে। তার সঙ্গে এই হত্যার কোনো সম্পর্ক থাকতে পারে। পুলিশ আরও বলেছে, তারা শুক্রবার রাতে সর্বশেষ নিহত ব্যক্তির সন্ধান পেয়েছে। লুথারান ফ্যামিলি সার্ভিসেস অফিসের কাছেই উদ্ধার করা হয় তার মৃতদেহ।
নিউ মেক্সিকোতে চার মুসলিম হত্যার নিন্দা জানালেন বাইডেন
Date:












