আল-কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি হত্যাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে নিহত হন জাওয়াহিরি। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে জঙ্গি হামলার পরিকল্পনা এবং নির্দেশদাতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় জানান, সিআইএ’র ড্রোন হামলায় নিহত হয়েছেন এই ভয়ংকর সন্ত্রাসী।
আরব নিউজের খবরে জানানো হয়, আল-জাওয়াহিরিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে আল-জাওয়াহিরিকে সন্ত্রাসের গুরুদের একজন বলে আখ্যা দেয়া হয়। বলা হয়, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যার পেছনে ছিল এই জাওয়াহিরি। তার এই হত্যাকাণ্ড কোনো জাতীয়তা কিংবা ধর্ম কিছুই মানেনি। সৌদি নাগরিকদেরও হত্যা করেছেন তিনি।
সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতা ও প্রচেষ্টা বৃদ্ধির ওপরে জোর দিয়েছে সৌদি আরব। এ জাতীয় সন্ত্রাসী সংগঠনের হাত থেকে বিশ্বের নিরীহ মানুষদের রক্ষায় সকল জাতিকে এক হয়ে একটি ফ্রেমওয়ার্কের অধীনে কাজ করার আহ্বান জানায় দেশটি।