সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

ক্রাইমিয়ায় রুশ বিমান ঘাঁটিতে বড় বিস্ফোরণ

Date:

রুশ নিয়ন্ত্রিত ক্রাইমিয়ার একটি বিমান ঘাটিতে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানকার পশ্চিম উপকূলের নভোফেদোরিভকা এলাকার কাছে অবস্থিত ওই স্যাকি বিমান ঘাটি। বিস্ফোরণে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ আঞ্চলিক প্রধান সের্গেই আকসনভ। তবে এটি ইউক্রেনের কোনো হামলা কিনা তা এখনো স্পষ্ট নয়। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, বিমান ঘাটি থেকে একাধিক বিস্ফোরণের ছবি পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাশিয়া যদিও জানিয়েছে, এটা নিয়মমাফিক নিয়ন্ত্রিত বিস্ফোরণ ছিল। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, দেশের কোথাও গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন লাগেনি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, বিস্ফোরণের স্থানে গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।

মস্কো ২০১৪ সালে ক্রাইমিয়াকে নিজের অন্তর্ভুক্ত করে। রুশ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় ক্রাইমিয়া। যদিও ইউক্রেন একে এখনও নিজের এলাকা বলেই মনে করে।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও ক্রাইমিয়া দখলের কথা বারবার বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এমনকি গতকালের বিস্ফোরণের পরও তিনি এক ভাষণে বলেন, ইউক্রেনের যুদ্ধ ক্রাইমিয়া দিয়ে শুরু হয়েছে, এর স্বাধীনতার মাধ্যমেই এ যুদ্ধ শেষ হবে। ক্রাইমিয়া ইউক্রেনের এবং আমরা কখনোই হাল ছাড়বো না। তবে তিনি বিস্ফোরণের বিষয়ে কিছু উল্লেখ করেননি। ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা মিখাইলো পদোলিয়াকও ঘোষণা দিয়েছেন যে, ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে কোনো হামলা করেনি।

 

জানা গেছে, স্থানীয় সময় বিকেলের দিকে বিস্ফোরণ শুরু হয় এবং কমপক্ষে ১২টি বিস্ফোরণ হয়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে কালো ধোঁয়া উড়ছে আর পর্যটকরা সাগর সৈকত ছেড়ে পালাচ্ছে। পরে ওই এলাকায় পৌঁছানোর পর রুশ কর্মকর্তা আকসনভ জানান, বিস্ফোরনস্থলের আশেপাশের তিন মাইল এলাকা নিয়ে একটি সংরক্ষিত জোন ঘোষণা করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...