ক্রাইমিয়া দিয়েই ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে, এর স্বাধীনতা দিয়েই যুদ্ধ শেষ হবে। এক রাত্রিকালীন ভিডিও বার্তায় এমন ঘোষণাই দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ক্রাইমিয়াতে অবস্থিত এক রুশ বিমান ঘাঁটিতে অন্তত এক ডজন বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। তবে ইউক্রেন এরইমধ্যে নিশ্চিত করেছে যে, ওই বিস্ফোরণের সঙ্গে তারা জড়িত নয়। রাশিয়াও জানিয়েছে, সেখানে কোনো হামলা হয়নি। খবর বিবিসির।
বক্তব্যে জেলেনস্কি বলেন, ক্রাইমিয়া ইউক্রেনের অংশ এবং দেশটি কখনো এটি দখলে হাল ছেড়ে দেবে না। ২০১৪ সালে ইউক্রেনের এ অংশটিকে নিজের সঙ্গে অন্তর্ভুক্ত করে রাশিয়া। তবে বিশ্বের বেশিরভাগ দেশ এখনও আনুষ্ঠানিকভাবে ক্রাইমিয়াকে ইউক্রেনের অংশই মনে করে। যদিও এক গণভোটের মাধ্যমেই রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল ক্রাইমিয়া। তবে আন্তর্জাতিক সম্প্রদায় সেই গণভোটের স্বীকৃতি দেয় না।