বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স পাইকারি বাজার যা চীনের শেনজেনে অবস্থিত তা বন্ধ করার নির্দেশ দিয়েছে চীনা প্রশাসন। চীন এখন ‘জিরো-কোভিড’ নীতিতে চলছে। সাম্প্রতিককালে ফের একবার কোভিডের বাড়বাড়ন্ত দেখা দিলে সেদেশের বিভিন্ন শহরে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছিল। এই আবহে এবার করোনার জেরে বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স পাইকারি বাজার বন্ধ হয়ে গেল শেনজেনে। বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স বাজারের আবাসস্থল হুয়াকিয়াংবেই জেলার ব্যবসায়ীরা একটি অফিসিয়াল নোটিশ পেয়েছেন যে কোভিড ছড়িয়ে পড়ার জন্য বাজার বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। হংকং-ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট অন্যতম বড় অপারেটর, হুয়াকিয়াং ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডকে উদ্ধৃত করে জানিয়েছে -সমস্ত কর্মীদের এই সময়ের মধ্যে বাড়ি থেকে কাজ করতে হবে এবং প্রতিদিন একটি নিউক্লিক অ্যাসিড টেস্ট করতে হবে। টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট জায়ান্ট হুয়াওয়ে টেকনোলজিস কো, চীনের শীর্ষ চিপ নির্মাতা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশন এবং অ্যাপল সরবরাহকারী ফক্সকন টেকনোলজি গ্রুপ সহ মূল সংস্থাগুলি তাদের কর্মীদের চলাচল সীমাবদ্ধ করেছে এক সপ্তাহের জন্য। দ্বীপ শহর হংকং শেনজ়েনের খুব কাছে অবস্থিত। চীনা সরাকরি তথ্য অনুযায়ী, হংকংয়ে দৈনিক সংক্রমণের হার ২০ হাজার ছুঁতে পারে বলে আশংকা করা হচ্ছে। প্রাক্তন ব্রিটিশ উপনিবেশটি কয়েক মাস আগে সবচেয়ে খারাপ প্রাদুর্ভাবের সাক্ষী হয়েছে যার ফলে ব্যাপক মৃত্যু হয়েছে।
কোভিডের বাড়বাড়ন্তের জেরে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক বাজার বন্ধ হয়ে গেলো
Date: