বিশ্ব অর্থনীতির জন্যেই এক খারাপ সময় চলছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে কমবেশি সবাইই ক্ষতিগ্রস্থ হচ্ছে। কিন্তু এরইমধ্যে ইতিহাসের সবথেকে বেশি লাভ করে চমক দেখালো চীনের তেল কোম্পানিগুলো। চীন নিজেও কোভিড লকডাউন, প্রোপার্টি মার্কেট সংকট এবং আভ্যন্তরীণ অর্থনীতির দুরাবস্থার মধ্যে রয়েছে। কিন্তু এগুলো সমস্যা চীনা তেল কোম্পানিগুলোকে রেকর্ড লাভ থেকে দূরে রাখতে পারেনি।
আল-জাজিরা জানিয়েছে, পেট্রোচায়না, সিনোপেক এবং সিনুক প্রত্যেকেই রেকর্ড লাভ করেছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই কোম্পানিগুলো আয়ের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। সামনের দিনগুলোতেও আয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করে কোম্পানিগুলো। পেট্রোচায়না’র চেয়ারম্যান বলেন, সরকারের উৎসাহে দেশে তেলের চাহিদা বৃদ্ধি করছে। দেশটির সবথেকে বড় তেল শোধন কোম্পানি সিনোপেক বলছে, বছরের দ্বিতীয় ছয় মাসে বিক্রি আরও ১১ শতাংশ বৃদ্ধি পাবে। রোববার কোম্পানিটি জানায়, চীনের মধ্যে পরিশোধিত তেলের চাহিদা বাড়তে থাকবে বলেই আশা করা হচ্ছে।