লক্ষ্মীপুরে ইয়াবা রাখার দায়ে স্বামী ও স্ত্রীর ৭ বছর করে সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত। একই সাথে আদালত তাদের ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার লারী বাড়ির নুরুজ্জামানের ছেলে মো. সুজন ওরফে রিতা ও তার স্ত্রী শাহিনা আক্তার। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ। ২০১৮ সালের ১৫ জুন বিকেলে পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে গ্রেফতার করে।
আজ রায় ঘোষণার সময় আদালতে আসামি শাহিনা আক্তার উপস্থিত ছিলেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুজন জামিনে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছে।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বামী এবং স্ত্রী ইয়াবা ট্যাবলেট রাখার মামলাটি প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।
আদালত ও মামলা সূত্র জানায়, ২০১৮ সালের ১৫ই জুন বিকেলে শহরের তিতাখাঁ জামে মসজিদের পাশ থেকে মাদক ব্যবসায়ী মো. সুজনকে গ্রেফতার করে শহর পুলিশ ফাঁড়ি। এ সময় তার কাছে একশ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের মাদাম এলাকার সুজনের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ।
ইয়াবা রাখার দায়ে স্বামী-স্ত্রীর ৭ বছরের জেল
Date: