২৭শে আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে চোটে পড়ে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন এশিয়া কাপের স্কোয়াডে থাকা হাসান মাহমুদ। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
৩০শে আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপের লড়াই। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে অংশ নেয়ার আগে আগামী ২১ ও ২২শে আগস্ট নিজেদের মধ্যে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। তার আগে পায়ের চোটে পড়েন তরুণ পেসার হাসান মাহমুদ।
দেবাশীষ চৌধুরী মানবজমিনকে বলেন, ‘ডান পায়ের গোড়ালিতে চোট রয়েছে তার। এখন প্রাথমিক চিকিৎসা করা হবে। যেকারণে সে কালকের (প্রথম প্রস্তুতি ম্যাচ) খেলতে পারবে না। আজকেই তার এক্স-রে করা হবে।’
এক সপ্তাহ বাকি আছে এশিয়া কাপের। প্রস্তুতি ম্যাচ খেলেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল।