একজন বিচারক, পুলিশের দু’জন শীর্ষ কর্মকর্তাকে হুমকি দেয়ার অভিযোগে ‘সন্ত্রাসের’ দায়ে মামলা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে। রোববার রাতে এই মামলার পর আগাম জামিন নিয়েছেন তার আইনজীবীরা। আদালত তাকে তিন দিনের জন্য অর্থাৎ ২৫শে আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। কিন্তু ইসলামাবাদ হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ মঙ্গলবার ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে শোকজ নোটিশ জারি করেছে। কারণ, তিনি অতিরিক্ত সেশন জজ জেবা চৌধুরীকে হুমকি দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি আদালত অবমাননা করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
আজ মঙ্গলবার যে বেঞ্চ থেকে তাকে শোকজ নোটিশ দেয়া হয়েছে তাতে দায়িত্বে ছিলেন বিচারক মোহসিন আখতার কায়ানি, বিচারক বাবর সাত্তার এবং বিচারক মিয়াগুল হাসান আওরঙ্গজেব। তারা শোকজ নোটিশে আগামী ৩১শে আগস্ট ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন ইমরান খানকে। একই সঙ্গে এই বেঞ্চে আরও বিচারককে অন্তর্ভুক্তির জন্য মামলাটি তারা ফরোয়ার্ড করেছেন প্রধান বিচারপতির কাছে।