হোটেল হায়াতে শুক্রবারের হামলা ছিল মে মাসে প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদের দায়িত্ব নেওয়ার পর সোমালিয়ার প্রথম বড় জঙ্গি হামলা। অবশেষে দীর্ঘ ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে লড়াই চালিয়ে জঙ্গিদের কবল থেকে হোটেলকে মুক্ত করেছে সে দেশের সেনাবাহিনী। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন জঙ্গিরা আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড দিয়ে হামলা চালিয়ে ১০ জন নিরাপত্তা কর্মীকে হত্যা করার পাশাপাশি হোটেলের মধ্যে থাকা বেসামরিক নাগরিকদেরও গুলি করে হত্যা করেছে। জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। আহত হয়েছেন ১১৭ জন। হামলার হাত থেকে বেঁচে ফেরা এক প্রত্যক্ষদর্শী আদেন আলী রয়টার্সকে বলেছেন যে তিনি হোটেলে এক কাপ চা পান করছিলেন যখন তিনি প্রথম বিস্ফোরণের শব্দ শুনতে পান। জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি অন্যদের সঙ্গে কম্পাউন্ড ওয়ালের দিকে ছুটে যান।আলী বলেন, “আমরা প্রায় জনা ১২ লোক পালাচ্ছিলাম। হোটেল থেকে বের হতেই দেখতে পেলাম আমাদের মধ্যে ৮ জন মাত্র বেঁচে আছে। বাকিরা গুলিতে মারা গেছিল। ” নিরাপত্তা বাহিনী টানা কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর উপরের তলায় নিজেদের কক্ষে আটকে থাকা কয়েকজনকে মুক্ত করতে সক্ষম হয়েছে।
অবশেষে জঙ্গিমুক্ত সোমালিয়ার হোটেল, মৃত অন্তত ২১
Date: