রাম্বল ইন দ্য জাঙ্গল’। তর্ক সাপেক্ষে একে বলা হয় শতাব্দীর সেরা বক্সিং লড়াই। এক ঐতিহাসিক ইভেন্ট। ১৯৭৪ সালে কঙ্গোতে সেই লড়াইয়ে জয় পেয়েছিলেন ‘দ্য গ্রেটেস্ট’ হিসেবে পরিচিত মোহাম্মদ আলী। জর্জ ফোরম্যানকে হারিয়ে জিতে নেয়া মোহাম্মদ আলী’র সেই হেভিওয়েট টাইটেল বেল্ট নিলামে তোলা হয়েছিল। গতকাল সেটি ৬.১৮ মিলিয়ন ডলার বা প্রায় ৫৯ কোটি টাকায় বিক্রি হলো।
মিররের খবরে জানানো হয়েছে, ১৯৭৪ সালের ৩০শে অক্টোবর কঙ্গোর কিনশাসার একটি স্টেডিয়ামে এই ঐতিহাসিক লড়াইটি অনুষ্ঠিত হয়। সে সময় একেবারেই অপ্রতিরোধ্য ছিলেন ফোরম্যান। কিন্তু শেষ পর্যন্ত আলীর বিশেষ ‘রোপ এ ডোপ’ কৌশলের কাছে হার মানতে হয় তাকে। এটিই গত শতকের শ্রেষ্ঠ ইভেন্ট কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে আলী সেদিন প্রমাণ করেছিলেন কেনো তাকে গ্রেটেস্ট বলা হয়।
৩২ বছর পেরিয়ে যাওয়া আলীকে মুখোমুখি হতে হয়েছিল ২৫ বছরের ফোরম্যানের।
শতাব্দীর সেরা লড়াই! ৬.১৮ মিলিয়ন ডলারে বিক্রি হলো মোহাম্মদ আলীর সেই চ্যাম্পিয়নশিপ বেল্ট
Date: