লালমনিরহাট ডিবি পুলিশ ফেন্সিডিলসহ মিজানুর রহমান নামের এক গাড়িচালককে আটক করেছে। এসময় মাদক বহনকারী একটি গাড়িও জব্দ করে তারা।
জানা গেছে, গাড়ি চালক মিজান এক মন্ত্রীর এপিএসের স্ত্রীর ড্রাইভার। মাদকসহ গাড়িটি এপিএসের স্ত্রীর মালিকানাধীন। লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গাড়িটি ফেন্সিডিল নিয়ে কাকিনা থেকে লালমনিরহাট এলে আটক করি। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মন্ত্রীর এপিএসের স্ত্রীর গাড়িতে ফেন্সিডিল উদ্ধার নিয়ে লালমনিরহাট শহরে আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের হয়।