আগামী বছর মুক্তি পাবে শোয়েব আখতারের বায়োপিক। কেমন হবে পাকিস্তানের সাবেক পেসারের জীবনীচিত্র- এ নিয়ে আগ্রহের শেষ নেই ক্রিকেট ভক্তদের। ইতোমধ্যেই ২৫ সেকেন্ডের একটি মোশন টিজার প্রকাশিত হয়েছে। তবে সেখানে শোয়েব চরিত্রে কে অভিনয় করবেন তা বোঝা যায়নি। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, রানিং এগেনস্ট অল অডস’ শিরোনামে বায়োপিকের পরিচালনা করছেন মোহাম্মদ ফরাজ কায়সার।
টুইটারে নিজের বায়োপিকের টিজার পোস্ট করে ক্যাপশনে শোয়েব লিখেছেন, ‘একটা সুন্দর যাত্রা শুরু হতে যাচ্ছে। আমার গল্প, আমার জীবন, আমার বায়োপিক, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, রানিং এগেনস্ট অল অডস’-এর ব্যাপারে ঘোষণা করতে চলেছি। আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। পাকিস্তানের কোনো ক্রীড়াবিদকে নিয়ে প্রথম বিদেশি ছবি। ইতি, আপনাদের বিতর্কিত মানুষ, শোয়েব আখতার।’
শোয়েব আখতারের ক্যারিয়ারজুড়ে কম বিতর্ক ছিল না। বায়োপিকে সেসব দেখানো হবে কি না তাও জানা যায়নি।
পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট ও ১৬৩ ওয়ানডে ম্যাচ খেলেছেন শোয়েব আখতার। এছাড়া ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ৪৪৪ উইকেট।