রবিবার, মার্চ ২৩, ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত জিম্বাবুয়ে- নেদারল্যান্ডসের

Date:

দোরগড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবরে অস্ট্রেলিয়ায় ১৬ দল নিয়ে বসবে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্ট। সবশেষ দুই দল হিসেবে প্রতিযোগিতাটির টিকিট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।

শুক্রবার বুলাওয়েতে বাছাইপর্বের সেমিফাইনালে নিজ নিজ ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে দেশ দুটি।

কুইন্স স্পোর্টস ক্লাবে পাপুয়া নিউগিনিকে ২৭ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পায় জিম্বাবুয়ে। আগে  ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ গড়ে তারা। সর্বোচ্চ ৪২ রান করেন ওয়েসলি মাধেভেরে। জবাবে ৮ উইকেটে ১৭২ রানে থামে পাপুয়া নিউ গিনি।
অ্যাথলেটিক ক্লাবে দ্বিতীয় সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ তৈরি করে নেদারল্যান্ডস। আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র থামে ১৩৮ রানে। ৩ উইকেট হারিয়ে ৬ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ডাচরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরের সুপার টুয়েলভে জায়গা করে নেয়া সবগুলো দেশ সরাসরি খেলবে অস্ট্রেলিয়া আসরে। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ সরাসরি সুযোগ পাওয়া ১২ দলের মধ্যে রয়েছে বাংলাদেশও। এরপর বাকি ছিল ৪ দল।

সেই বাছাইপর্বের  বাধা টপকে গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
বিশ্বকাপের ১৬ দল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...