আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরির মালিক তিনি। ফিফটি হাঁকিয়েছেন ১২২ বার। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছায়া ভাবা হতো যাকে, সেই বিরাট কোহলি দীর্ঘদিন ধরে ধুঁকছেন বাইশ গজে। সবশেষ শতরান করেছিলেন প্রায় তিন বছর আগে। ছন্দহীন পারফরম্যান্সে আইপিএলে গড়েছেন ডাক মারার রেকর্ড। কোহলিকে ছন্দে ফেরাতে তাই জিম্বাবুয়ে সফরে পাঠানোর চিন্তা করছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্কট স্টাইরিস। কিউই তারকার প্রশ্ন, জিম্বাবুয়েতে সেঞ্চুরি হাঁকালেই কোহলির লাভ কী?
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাবে ভারত ক্রিকেট দল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহদের মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে বিসিসিআই। তবে কোহলির ব্যাড প্যাচ ভাঙতে তাকে রাখা হয়েছে ভারতের দ্বিতীয় সারির দলে।












