বৃষ্টি এবং আলোকস্বল্পতার কারণে গল টেস্টের চতুর্থ দিনে খেলা হয় মাত্র ৬৯.৫ ওভার। এর মধ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫০৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারে ১ উইকেটে ৮৯ রান তোলে পাকিস্তান। শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৪১৯ রান। এত বড় লক্ষ্য তাড়া করা কঠিন হলেও বাকি ৯ উইকেট নিয়ে দিন কাটিয়ে দিতে পারলে ম্যাচ ড্র হতো। তাতে অন্তত সিরিজ জিততে পারত পাকিস্তান। তবে সেই পরীক্ষায় পাশ করতে পারেনি বাবর আজমের দল। শ্রীলঙ্কার বোলারদের তোপে ২৬১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। আর ২৪৬ রানের বিশাল জয়ে সিরিজে সমতা টানলো লঙ্কানরা।
পঞ্চম দিনে ইমাম-উল-হক ৪৬ এবং বাবর আজম ২৬ রান নিয়ে ব্যাট করতে নামেন। তবে ব্যক্তিগত সংগ্রহে মাত্র ৩ রান যোগ করেই সাজঘরে ফেরেন ইমাম। এরপর বাবরের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান।