কয়েকদিনে অব্যাহত বর্ষণে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে শেরপুরের ভারতীয় সীমান্তবর্তী উপজেলার ঝিনাইগাতীর প্রায় ৩০টি গ্রাম। বৃহস্পতিবার সকালে মহারশি নদীর বেড়িবাঁধ ভেঙে ঢলের পানি ঝিনাইগাতী উপজেলা শহরসহ গ্রামগুলিতে প্রবেশ করে।
ঢলের পানিতে সকালে ঝিনাইগাতী উপজেলা পরিষদসহ, বাজার তলিয়ে যায। এছাড়া ঝিনাইগাতী সদর, ধানশাইল, মালিঝিকান্দা ও গৌরিপুর ইউনিয়নের অন্তত ৩০টি গ্রামের নিম্নাঞ্চল ঢলের পানিতে তলিয়ে গেছে। এতে প্রাথমিক ক্ষতির সম্মুখিন হয়েছেন মৎস্য চাষীরা। তাদের অনেকের পুকুর ভেসে মাছ বেরিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ আল ফারুক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেছেন। তিনি জানিয়েছেন, ঢলের পানি সাধারণত দ্রুত নেমে যাওয়ায় খুব একটা ক্ষতি হয় না। তবে নিম্নাঞ্চলে পানি জমে গেলে ক্ষতির সম্ভাবনা থাকে। আমরা ক্ষয়ক্ষতির ব্যাপারটি নির্ণয়ের চেষ্টা করছি।