গাজীপুর মহানগরের মোগরখাল এলাকা থেকে রনি বাবু (২৪) নামে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকার আফজালের ভাড়াটিয়া কলোনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রনি বাবু জামালপুরের মল্লিকপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। মোগরখাল এলাকায় আফজালের কলোনীতে ভাড়ায় থেকে বিভিন্ন পোশাক কারখানায় সাব-কনট্রাকে কাজ করতেন রনি।
কলোনীর ম্যানেজার হেলাল উদ্দিন বলেন, ভাড়া চাইতে গিয়ে দরজায় নক করলে তা খুলে যায়। পরে রনিকে ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে ভেতরে গিয়ে রক্তমাখা শরীর দেখতে পাই। পরে বাড়ির মালিককে জানালে তিনি থানা পুলিশ খবর দেন। পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, কে বা কারা হত্যা করেছে এ বিষয়ে তদন্ত চলছে।