শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়ন এবং ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারের মোট ৩টি দোকান ও সংলগ্ন গোডাউন হতে সাড়ে ৮ হাজার লিটারের অধিক সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর সয়াবিন তেল উদ্ধারে ভ্রাম্যমান আদালতের অভিযান চলে। অভিযানে অবৈধ মজুদের দায়ে ৩ ব্যবসায়ীকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারকগণ।
বৃহস্পতিবার বিকালে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারের সততা ও ব্রাদার্স স্টোর নামে দুটি দোকান ও দোকান সংলগ্ন গোডাউন থেকে মোট ৩ হাজার ৬৩৮ লিটার তেল উদ্ধার করা হয়। অবৈধ মজুদের দায়ে দোকানের মলিক মাসুদ কবির ও নাজমুল হাসানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন।
এদিকে শেরপুর জেলা সদরের গাজিরখামার ইউনিয়নের গাজিরখামার বাজারের সাথী স্টোর নামে একটি দোকানে অভিযান চালিয়ে ৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। সাথী স্টোরের মালিক আবু সায়েমকে অবৈধ মজুদের দায়ে ৩০ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।