শেরপুরের শ্রীবরদী উপজেলার শংকরঘোষ এলাকায় বাবাকে পিটিয়ে হত্যাকারী
সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে তাকে উপজেলার চাউলিয়া
এলাকার শ^শুরবাড়ী থেকে হন্তারক পুত্র বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর শুক্রবার
বিকালে কথা কাটাকাটির এক পর্যায়ে বিল্লার তার পিতা সুরুজ আলীকে
পিটিয়ে হত্যা করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার জানান, শুক্রবার সন্ধ্যায়
নিহত সুরুজ আলীর ছোট ছেলে আব্দুল কুদ্দুস বাদী হয়ে বড় ভাই সুরুজ আলীকে
একমাত্র আসামী করে হত্যা মামলা দায়ের করে। মামলা দায়ের পর পুলিশ রাতেই অভিযান
চালায়। অভিযানে বিল্লাল হোসেনকে উপজেলার চাউলিয়া এলাকায় তার শ^শুরবাড়ী
থেকে গ্রেপ্তার করা হয়।
শেরপুরের শ্রীবরদীতে বাবার হন্তারক সন্তান গ্রেপ্তার
Date: