বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ২১ মে। ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে এফডিসিতে।
এবার নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু, সামসুল আলম, মেহেদী সিদ্দিকী মনির ও ড্যানি সিডাক। তবে তারা নির্বাচনে অংশ নিতে পারছেন না। কারণ, তাদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন বোর্ড।
বুধবার (২০ এপ্রিল) নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সংবিধির ৫ (৫) ধারার বিধান মোতাবেক উল্লেখিত চার জন সদস্য এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না বিধায় তাদের দাবিকৃত মনোনয়ন বাতিল করা হলো।
এদিকে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন মনোয়ার হোসেন ডিপজল ও সেলিম খান। তাদের নেতৃত্বে একটি প্যানেল থাকছে। নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে তারা।
‘প্রযোজকের মূল্যায়ন, চলচ্চিত্রের উন্নয়ন’ এই স্লোগান নিয়ে এক হয়েছেন ডিপজল-সেলিম খান। তাদের সঙ্গে আছেন সমমনা অনেক প্রযোজক।
আসন্ন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ও মো. আমিনুল ইসলাম।