পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, সদ্য ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান টিকটিকি দেখে ভয় পান।
জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে জারদারি বলেন, তিন মাস আমি পুলিশ স্টেশনে (জেলে) ছিলাম। পক্ষান্তরে ইমরান খান টিকটিকি দেখে ভয় পান। ক্ষমতা হারানো পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান সম্পর্কে আসিফ আলি জারদারি বলেন, ২০০৭ সালে আইনজীবীদের আন্দোলনের সময় ইমরান খানকে আট ঘন্টার জন্য আটক করা হয়েছিল সেখানে। এতেই পরিষ্কার হয়ে গেছে যে, তিনি টিকটিকি দেখে ভয় পান। যদি তাকে জেলে পাঠানো হয়, তাহলে এই সাদা সাহেবের জন্য বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে।