মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো. কদম আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, জামালপুর। ৭মার্চ সোমবার দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কদম আলী উপজেলার ঘুঘুরাকান্দি গ্রামের বুদু শেখের ছেলে।
র্যাব-১৪ এর সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি অভিযানিক দল শেরপুর জেলার সদর থানাধীন ঘুঘুরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক এই আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. কদম আলী অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, শেরপুর, জিআর ২৮৮/১৭ মামলায় অভিযুক্ত আসামী। উক্ত মামলায় সে পলাতক ছিল। সত্যতা যাচাই পূর্বক কদম আলীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, এ ধরণের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছর আহম্মেদ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, উক্ত আসামীকে সোমবার দুপুরেই আদালতে সোর্পদ করা হয়েছে।