স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে শেরপুরের নকলায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরসভার পক্ষ থেকে মেয়র হাফিজুর রহমান লিটন, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাবেক কমান্ডার আবুল মুনসুর, থানা পুলিশের পক্ষ থেকে ওসি মো. মুশফিকুর রহমানসহ উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এছাড়াও দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন রয়েছে। অপরদিকে নকলা উত্তরবাজার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে সকালে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।