স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮অক্টোবর) বিকাল ৪টায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নকলা উপজেলা শাখার আয়োজনে সরকারি নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওইসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার প্রমুখ। এসময় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নকলা উপজেলা শাখার নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।