শেরপুরের নকলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে শেরপুর সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ফুসফুসে কিছু সমস্যা রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা দিলে প্রাথমিক ভাবে ভাইরাসের এন্টিজেন নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে যাওয়ায় বৃহস্পতিবার রাতেই উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার (১লা অক্টোবর) পুনরায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় তিনি করোনা পজেটিভ হন।
এদিকে রোববার (৩অক্টোবর) সকালে মুঠো ফোনে তিনি জানান, তার শারিরীক অবস্থা একটু উন্নতির দিকে। হালকা জ্বর ও কাশি ছাড়া তেমন কোন সমস্যা নেই। তবে কাশি দিলে শ্বাসকস্ট একটি বেড়ে যায়। সকলের নিকট তার রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন।