রবিবার, মার্চ ২৩, ২০২৫

নকলা পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের স্বরণসভা ও দোয়া মাহফিল

Date:

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা পৌরসভার সাবেক মেয়র ও চন্দ্রকোনা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আলহাজ¦ মিজানুর রহমানের স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রকোনা কলেজের আয়োজনে রোববার দুপুরে কলেজ মিলনায়তনে এ স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ ড.রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ মো: আলতাব আলী, চৌধুরী ছবরুন্নেছা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, ধুকুরিয়া বিএম কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করীম, নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও চন্দ্রকোনা কলেজের সাবেক ছাত্র সারোয়ার হোসেন তালুকদার, চন্দ্রকোনা কলেজের সাবেক অধ্যক্ষ মো: এনামুল হক, স্থানীয় চেয়ারম্যান ও চন্দ্রকোনা কলেজের সাবেক ছাত্র সাজু সাইদ সিদ্দীকি, জিবি বোর্ডের সাবেক সদস্য মাওলানা নূরল হক, জেলা পরিষদ সদস্য রবিউল করীম মানিক, চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মোখলেছুর রহমান, চন্দ্রকোনা কলেজের পৌরনীতি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আলিমুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক জয়ন্ত কুমার দেব ও মরহুম মিজানুর রহমানের সহধর্মীনি কাকলি রহমান অধ্যাপক মিজানুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, মরহুম অধ্যাপক মিজানুর রহমান ছিলেন একাধারে একজন শিক্ষক, সাবেক জনপ্রতিনিধি ও রাজনীতিবীদ। তিনি তার নিজগুনে সকল অংগনে সকলের মাথার মুকুট হিসেবে স্থান করে নিয়েছিলেন। মানুষকে ভালবেসে মানুষের কাজে তিনি হয়ে উঠেছিলেন একজন অভিভাবক। একজন রাজনৈতিক অভিভাবক হিসেবে নানা সংকটকালীন সময়ে পাশে থেকেছেন যেমন দলের ঠিক ব্যক্তি পর্যায়েও । একজন জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে, মানুষ গড়ার কারিগর হিসেবে নিজের সবটুকু উজার করে দিয়েছে শিক্ষার্থীদের।আমরা তার বিদেহি আত্নার শান্তি কামনা করার পাশাপাশি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

স্বরণসভায় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, জিবি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ, পরিবারের লোকজন ও চন্দ্রকোনা কলেজের তার দীর্ঘদিনের সহকর্মী অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাসুদ রানা দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...