স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্তরে ঔষুধি জাতের ৭৫টি গাছের চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) পৌরসভার আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতন মাঠে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।
এসময় মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতন প্রধান শিক্ষক ফকির মোহাম্মদ রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সুলতান মাহমুদ ও সহকারী শিক্ষক মুহাম্মদ খুরশেদ করিম শ্যামল, ছায়েদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম, সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিকসহস্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।