স্টাফ রিপোর্টার: আমরা কন্যাশিশু- প্রযুক্তিতে সমুদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নকলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, বিউটিফিকেশন, ব্লকবাটিক ও দর্জি বিজ্ঞানের সকল প্রশিক্ষণার্থী, সেচ্চাসেবী সমিতির সভানেত্রীসহ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।