স্টাফ রির্পোটার: শেরপুরের নকলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার, দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮জুলাই) সকালে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৯শ ১৫ জনের মাঝে ভিজিএফ’র ও ২শ জনের মাঝে জনপ্রতি ১০ কেজি করে মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়।
ওই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান। এসময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মাজহারুল আনোয়ার মহব্বত, ট্যাগ কর্মকর্তা, ইউপি সদস্যগনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।