শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা শহরের সজবরখিলাস্থ এক ভাড়া বাসা থেকে ২ কেজি গাঁজা সহ এক মহিলাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক মহিলার নাম সাবিনা ইয়াসমিন (২৭) । ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নকলা উপজেলার চন্দ্রকোনা গ্রামের নাহিদ হাসানের স্ত্রী আটক সাবিনা ইয়াসমিন জেলা শহরের সজবরখিলা ট্রাক স্ট্যান্ড সংলগ্ন ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সেই বাসায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ ওই মহিলাকে হাতেনাতে আটক করে জেলা গোয়েন্দা ( ডিবি ) পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।
শেরপুরে গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক
Date: